হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
চলে গেলেন ঋষি কাপুর
বিনোদন ডেস্ক: এক দিনের মাথায় আরেক মহাতারকার পতন ঘটল বলিউডে। চলে গেলেন বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গতকাল বুধবার তাকে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মাত্র ২৪ ঘণ্টার মাথায় না ফেরার দেশে চলে গেলেন তিনি। গতকালই বলিউড হারিয়েছে আরেক বিখ্যাত অভিনেতা ইরফান খানকে।
বলতে গেলে ২০১৮ সালের শুরু থেকেই অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছিলেন ঋষি কাপুর। ফেব্রুয়ারি মাসে দিল্লির দূষণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বেশ কয়েকদিনের চিকিৎসার পর বাসায় ফিরলেও শরীরটা ভালো যাচ্ছিল না। ওই বছরের মাঝামাঝি সময়ে জানা গেল, সস্ত্রীক ক্যান্সারে আক্রান্ত এই অভিনেতা। নিউইয়র্কে চিকিৎসা নিয়ে বছরের শেষাশেষি দেশে ফিরলেও মাসখানেক পর আবার অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে হাসপাতাল আর বাড়িতে নিয়মিতই আসা-যাওয়ার মধ্যে ছিলেন তিনি।
১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের হাতেখড়ি। তারপর ঋষি শুধু সামনেই এগিয়েছেন। প্রায় শতাধিক চলচ্চিত্র কাজ করা এই অভিনেতা বেশ কয়েকবার পেয়েছেন ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।
ঋষি কাপুরের ছেলে রনবীর কাপুরও বলিউডের শক্তিমান অভিনেতা। স্ত্রী নীতু কাপুর প্রায় ৫০ বছর ধরে আছেন অভিনয়ে। বলিউডে কাপুর পরিবারের রাজত্ব অবশ্য শতবর্ষ আগে থেকে। ঋষির বাবা রাজ কাপুর ছিলেন জগদ্বিখ্যাত অভিনেতা। দাদা পৃথ্বিরাজ কাপুর গোড়াপত্তন করেছিলেন পারিবারিক অভিনয়ের।