হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
চল্লিশ হাজার সুবিধাবঞ্চিতের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
আফজাল সরদারঃ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, মাল্টিপল জেলা ৩১৫, বাংলাদেশ এর আয়োজনে ৫ই এপ্রিল রোজ রবিবার দুপুর ১২ ঘটিকায় লায়ন্স ভবন, বেগম রোকেয়া সরনী, আগাঁরগাঁও ঢাকায় ৪০,০০০(চল্লিশ হাজার) সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য দ্রব্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রি বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানের এর শুভ উদ্বোধন করেন লায়ন ড. মোঃ এরশাদ হুসাইন রানা, পি এম জে এফ, কাউন্সিল চেয়ারপার্সন (২০১৯-২০২০) মাল্টিপল জেলা ৩১৫,বাংলাদেশ। এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোভিড-১৯ সার্ভিস প্রোগ্রাম এর চেয়ারম্যান লায়ন এম, কে, বাসার, পি এম জে এফ, মেম্বার সেক্রেটারি লায়ন মোঃ মোবারক হোসেন, এম জে এফ, ট্রেজারার লায়ন দেওয়ান নাসিরুল হক, পি এম জে এফ, এছাড়াও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর বিভিন্ন জেলার ডিজি টিম, পিডিজি, পিসিসি ও অন্যান্য লায়ন নেত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন হাসপাতালে কর্মরত সাস্থ্য কর্মী যারা আছেন তাদের সেবার মান তরান্বিত করার লক্ষে পিপিই প্রদান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ১ কোটি মানুষকে সচেতন করার লক্ষে করোনা ভাইরাস সম্পর্কিত অ্যাওয়ার্নেস প্রোগ্রাম কর্মসূচি নেয়া হয়। অনুষ্ঠান উদ্বোধক লায়ন ড. মোঃ এরশাদ হুসাইন রানা বলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল জেলা ৩১৫ বিগত দিনে বাংলাদেশের সকল প্রকার দুর্যোগ মুহুর্তে বিভিন্ন সেবা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছে,সেই ধারাবাহিকতায় বর্তমানেও করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে মাল্টিপল জেলা ৩১৫ এর অন্তর্ভুক্ত ৭ টি জেলার ডিজি টিমের উদ্যোগে জেলার লায়নদের সহযোগিতায় হ্যান্ড গ্লাবস,মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার এবং খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।
আগামী দিনেও মাল্টিপল জেলার এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, ধারাবাহিক ভাবে সমস্ত কার্যক্রমটি পরিচালনার নেপথ্যে যেই নামটি উল্লেখ না করলে অসম্পূর্ণ রয়ে যাবে আমাদের এই আয়োজন তিনি আমাদের অত্যন্ত প্রিয় নেতা বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক পরিচালক কাজি আকরাম উদ্দিন আহমেদ পি এম জে এফ। যার নেতৃত্বে শুরু থেকে শেষ পর্যন্ত সেবা কর্মসূচি পরিচালিত হবে। তিনি দেশের ধন্যাঢ্য ব্যাক্তি বর্গের প্রতিও আহবান রাখেন, তারাও যেন সরকারের সেবার পাশা পাশি নিজ নিজ এলাকায় কম সৌভাগ্যবান মানুষের সাহায্যে এগিয়ে আসেন। সব শেষে এই কমিটির চেয়ারম্যানসহ সকল লায়ন বৃন্দদের ধন্যবাদ জানান, এবং যারা এই কার্যক্রম কে সফল করার জন্য অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।