সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
চাঁদ দেখা কমিটির বৈঠক শুক্রবার সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের ( The moon of the month of Ramadan) চাঁদ দেখতে এ সংক্রান্ত ইসলামিক ফাউন্ডেশনের (Islamic Foundation) গঠিত কমিটির সভা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হবে বলে ইফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা ইফার ফোন নম্বরে অথবা স্থানীয় প্রশাসনকে ( Local Administration) জানানোর অনুরোধ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো ইফার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪১ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা নিয়ে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় (বাদ মাগরিব) এ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের সই করা বার্তায় আরো বলা হয়েছে, দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে সংস্থার নিম্নে উল্লিখিত নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হলো। তবে সংশ্লিষ্টরা নিকটস্থ প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিকেও ফোন করে জানাতে পারেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চাঁদ দেখা গেলে যেসব নম্বরে টেলিফোন করে জানানো যাবে তা হলো- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭। এ ছাড়া ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৬১- তেও জানানো যাবে।
গতকাল বুধবার সৌদি আরবের (Saudi Arabia) আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে আজ বৃহস্পতিবার দেশটির আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাবে এবং আগামীকাল শুক্রবার সৌদি আরবসহ সংশ্লিষ্ট অঞ্চলে রোজা শুরু হবে। সেই হিসাবে বাংলাদেশে আগামী শনিবার প্রথম রোজা হতে পারে।