সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার প্রথম রোজা হবে। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে আজ শুক্রবার বাদ মাগরিব বায়তুল মোকাররম মসজিদের ইফার অফিসে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম অনলাইন সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানান, বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে পবিত্র রমজান মাসের গণনা শুরু হবে।
দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এ বছর আমরা ভিন্ন পরিস্থিতিতে রোজা পালন করতে যাচ্ছি। তাই সবাইকে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
এদিকে, রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বাংলাদেশে শুরু হচ্ছে তারাবির নামাজ। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার মসজিদে তারাবির নামাজ আদায় করতে পারবেন মাত্র ১২ জন। এর মধ্যে দুই জন কোরআনে হাফেজ থাকবেন। এ ছাড়া জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আগে থেকেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। এমনকি করোনা পরিস্থিতির উন্নতি না হলে এ বছর ঈদুল ফিতরের নামাজও ঘরে পড়া লাগতে পারে।
গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার সৌদি আরবসহ সংশ্লিষ্ট অঞ্চলে রোজা শুরু হয়েছে। সেই হিসাবে বাংলাদেশে আগামী শনিবার প্রথম রোজা হতে পারে সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল। তবে সন্ধ্যায় চাঁদ দেখার পরই সেটা নিশ্চিত করা হলো।