হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
জামালপুরের ইসলামপুরে প্রথম করোনা শনাক্ত, ৫০ বাড়ি লকডাউন ঘোষণা
ইয়ামিন মিয়া, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে মৃত এক মহিলার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর গ্রামে নারায়নগঞ্জ থেকে ফেরত ক্যান্সার ও ঠান্ডা জনিত কারণে শুক্রবার (১০এপ্রিল) মোফাজ্জল হোসেনের স্ত্রী আসমা আক্তার(২৮) মৃত্যু হয়েছে বলে জানায় এলাকাবাসী।পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃতব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের জানান, মৃত ওই গৃহবধু নারায়নগঞ্জ থেকে এসেছে আমাদেরকে জানানো হয়নি।তার পাঠানো রিপোর্টটি পজেটিভ এসেছে।এ যাবৎ উপজেলার ৩০জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। এটিই প্রথম করোনা শনাক্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস সন্দেহে খবর পাওয়ামাত্রই তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এই প্রথম পজেটিভ আসলো। যেহুতু সারা জেলাকে আগেই লকডাউন করা হয়েছে।তার পরও মৃত ওই গৃহবধুর আশ পাশের ৫০টি বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে। তাকে যারা গোসল ও দাফন করিয়েছে তাদের নমুনা সংগ্রহ করা হবে।