হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
জামালপুরে আইসোলেশনে থাকা এক করোনা রোগীর মৃত্যু
ইয়ামিন মিয়া,জামালপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় জামালপুরের দেওয়াগঞ্জে শনাক্ত হওয়া রোগীটি ময়মনসিংহের এসকে হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ৪০ বছর বয়সী দুলাল নামের করোনা আক্রান্ত রোগীটি শ্বাসপ্রশ্বাসের সমস্যাসহ দাঁড়াতে অক্ষম হওয়ায় বুধবার রাতে তাকে ভেন্টিলেটরের সাহায্যে সাপোর্ট দেবার জন্য ময়মনসিংহ স্থানান্তর করা হয়েছিল। সোমবার ময়মনসিংহের এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুলাল সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে দেওয়ানগঞ্জের চরভবসুর ঠোটাপাড়ার গ্রামে নিজবাড়িতে এসেছিলেন। নারায়ণগঞ্জ হতেই তিনি সর্দিজ্বর নিয়ে বাড়িতে আসলে খবর পেয়ে মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করেছিল উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ ফলাফল পজেটিভ এলে বুধবার রাতেই তাকে এম্বুলেন্সযোগে বাড়ি থেকে এনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখার কথা ছিল। রোগীর অবস্থার অবনতি দেখে তাকে রাতেই শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে ওই এম্বুলেন্সযোগেই ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।
সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, দেওয়ানগঞ্জে করোনায় আক্রান্ত ওই ব্যক্তিটিকে ভেন্টিলেটরের সাহায্যে সাপোর্ট দেবার জন্য ময়মনসিংহের এসকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছিল। আজ (২১ এপ্রিল) ঐ রোগী মারা গেছে বলে জানিয়েছে এসকে হাসপাতাল কর্তৃপক্ষ। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার লাশ গ্রহণে রাজি হলে আইইডিসিআরের নিয়মানুযায়ী তাকে নিজবাড়িতেই দাফন করা হবে। নইলে ময়মনসিংহেই দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।