হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
ড. সাদাত হুসাইন আর নেই
নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ড. সাদত হুসাইন আর নেই। বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
জানা গেছে, গত ১৩ এপ্রিল ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ৭৩ বছর বয়সী এ বুদ্ধিজীবী। তার পর থেকেই রাজধানীর একটি হাসপাতালে গত ১০ দিন ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আগে থেকেই তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।
১৯৪৬ সালে নোয়াখালীতে জন্ম নেওয়া সাবেক এই আমলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশুনা করেন। এর পর ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা (পিএইচডি) লাভ করেন তিনি।
১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। এর পর ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন।
২০০৭ থেকে ২০১১ সাল পর্ন্ত তিনি পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ ছাড়া চাকরি জীবনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি।
সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন। পাশাপাশি নানা সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন দক্ষ এই আমলা।