ঢাকার অলি-গলিতে ‘লাঠি পার্টি’র দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদক: করোনা আতঙ্কে পুরো ঢাকাই কার্যত লকডাউন। রাস্তা-ঘাট ফাঁকা, মানুষ বাসা থেকে বের হচ্ছেন না। তবে পেটের দায়ে নিম্ন আয়ের কিছু মানুষ বাধ্য হয়ে বের হচ্ছেন। দিনের কিছু সময় সতর্কতার সঙ্গে রিকশা চালিয়ে কিছু আয় করার চেষ্টা করছেন। কিন্তু ঢাকার অলি-গলিতে লাঠি হাতে ঘুরে বেড়ানো কিছু যুবক চড়াও হচ্ছেন তাদের ওপর।

স্থানীয় লোকজন এদের নাম দিয়েছে ‘লাঠি পার্টি’। একান্ত জরুরি কাজে বাইরে নামলেও এদের হম্বিতম্বি আর লাঠির আঘাতে ঘরে ফিরতে হয়। লোকজনকে হয়রানি আর মারধর করা কারা এই লাঠি পার্টির সদস্য? পুলিশ কি তাদের দায়িত্ব দিয়েছে? মুগদা থানার অফিসার ইনচার্য প্রলয় কুমার সাহা বলেন, মানুষকে ঘরে ফেরাতে আমরা কোনো লাঠি পার্টিকে দায়িত্ব দিইনি। তবে খবর পেয়েছি, এমন অতি উৎসাহী কিছু লোক ঢাকার বিভিন্ন এলাকায় মানুষকে হয়রানি করছে।

আপাতভাবে কাজটা ভালো মনে হলেও অতি উৎসাহী হয়ে এরা মানুষকে হয়রানি করছে। রিকশাওয়ালাসহ নিম্নবিত্ত মানুষের গায়ে হাত তুলছে তুচ্ছ কারণে। নারীদেরকে অসম্মান করছে। বয়সে বড়দের গায়েও লাঠি দিয়ে আঘাত করার ঘটনা ঘটছে অহরহ। স্থানীয় রাজনৈতিক প্রভাববলয়ে থাকায় এদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারছে না।