তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ!

আন্তর্জাতিক ডেস্কঃ গত শুক্রবার রাতে ৩১ টি বড় প্রদেশে দুদিনের জন্য কার্ফু ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। রাত ১০ টায় এ ঘোষণা আসে এবং ১২ টা থেকে কার্যকর শুরু হয়। স্বভাবতই জনগন মার্কেটগুলোতে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে বের হয় এবং বড় ধরনের সিরিয়াল দেখা যায়। মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সমালোচনা হয় বিশেষ করে এই রাতে কার্ফু ঘোষনা করার জন্য। বিষয়টি এমন হয়ে দাড়ায় যে, করোনা ভাইরাসে গত একমাসে তুরস্ক যে সাবধানতা অবলম্বন করছিল তা এক মুহুর্তেই বিনষ্ট হয়ে যায়। হয়তো কার্ফুর দুইদিনে যতলোক না বাহিরে বের হতো কিংবা সংক্রামনের সম্ভাবনা থাকতো তা দুই ঘন্টাতেই মোটামুটি হয়ে যায়।

এই ঘটনার দায় নিয়ে আজ পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সইলু। একে পার্টির সরকারগুলোর মন্ত্রীদের মধ্যে তিনি সফলদের একজন। বিশেষ করে ২০১৫-১৬ এর দিকে তুরস্কে শুরু হওয়া সিরিজ বোমা হামলা, পিকেকের নানা বিধ্বংসী কার্যক্রমকে বন্ধ করে জননিরাপত্তায় এক দু;সাহসী কাজ করেছেন এই মন্ত্রী। মন্ত্রীদের মাঝে উনি অন্যতম সিনিয়র মন্ত্রী।

তবে প্রেসিডেন্ট এরদোয়ান তার পদত্যাগপত্র গ্রহন করেননি। তার আগের সকল সাহসী উদ্যোগ ও ভালো কাজগুলো উল্লেখ করে তাকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন।