তুরস্ক থেকে ঘাঁটি ‘সরিয়ে নিচ্ছে’ যুক্তরাষ্ট্র

তুরস্কের আদানা শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত ইনসির্কিক বিমান ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্কঃ

সাইপ্রাস উপকূলে তুর্কি নৌবাহিনীর একটি ‘উস্কানিমূলক’ লাইভ-ফায়ার ড্রিলকে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে। শনিবার এমন খবর প্রকাশের পরই গুঞ্জন উঠেছে যে, তুরস্কের আদানা শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত ইনসির্কিক বিমান ঘাঁটি সরিয়ে নেয়ার পরিকল্পনা গ্রহণ করছে ট্রাম্প প্রশাসন।

এ বিষয়ে ইউরোপীয় সিনেটের বিদেশ সম্পর্কিত কমিটির সভাপতি মার্কিন সিনেটর রন জনসন বলেন, ইনসির্কিক বিমান বাহিনীর ঘাঁটির কী হবে তা জানি না। তার পরও আমরা ভালো কিছুর জন্য আশাবাদী। তবে সবচেয়ে খারাপ কিছুর জন্যও পরিকল্পনা করতে হবে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি প্রত্যাহার করা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জন্য হুমকিস্বরূপ। কারণ এমনটা হলে আঙ্কারাকে আর বিশ্বাস করবে না ওয়াশিংটন।

একটি রক্ষণাত্মক ভঙ্গিমা থেকে যুক্তরাষ্ট্রকে পরিস্থিতিটির বাস্তবতার দিকে নজর দিতে হবে বলে মনে করি। তাছাড়া এরদোয়ান যে পথে চলছে তা ভাল নয়, যোগ করেন মার্কিন সিনেটর রন জনসন।

এদিকে গতকাল শনিবার থেকে আগামীকাল সোমবার পর্যন্ত উত্তর সাইপ্রাসের সদরজামকয়ের উপকূলে সামুদ্রিক নৌ বন্দুকের মহড়া দিচ্ছে তুরস্ক। ওই অঞ্চলটি আঙ্কারার নিয়ন্ত্রিত হলেও বাকি বিশ্ব স্বীকৃতি দেয়নি।

us air base turkey1
পাখির চোখে ইনসির্কিক বিমান ঘাঁটি

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সাইপ্রাসের যৌথ উদ্ধার সমন্বয় কেন্দ্র বলছে, তুর্কি নৌবাহিনীর উস্কানিমূলক লাইভ-ফায়ার ড্রিলটি অবৈধ ছিল। কারণ এটি সাইপ্রাসের সার্বভৌমত্ব এবং সার্বভৌম অধিকার লঙ্ঘন করে।

সাইপ্রাসের ন্যাশনাল গার্ড জানায়, শনিবার থেকে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর সঙ্গে তারা নিজস্ব যৌথ প্রশিক্ষণ চালাবে। এক্ষেত্রে ইউএস স্পেশাল নৌবাহিনীর মাঝারি পরিবহনের দুটি যুদ্ধ জাহাজ সাইপ্রাসে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

আঞ্চলিক পররাষ্ট্র নীতি বিষয়ক ইসরায়েলি ইনস্টিটিউটের বাহ্যিক সম্পর্ক ও নীতি-সহযোগী পরিচালক গ্যাব্রিয়েল মিচেল বলেন, আঙ্কারার লাইভ-ফায়ার ড্রিলগুলো ওয়াশিংটনকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, তাদের অভিযোগগুলো শুধু এজিয়ানদের মধ্যেই সীমাবদ্ধ নয়, পূর্ব ভূমধ্যসাগরেও রয়েছে।