দেশনিউজ.নেট সম্পাদক এম আবদুল্লাহর মায়ের মৃত্যুতে দেশনিউজ পরিবারের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দেশনিউজ.নেট সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব এম আবদুল্লাহর মাতা নুর খাতুন গত ২২ এপ্রিল রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেন। পরের দিন ২৩ এপ্রিল সকাল ১০টায় মরহুমার স্বামীর বাড়ী ফেনী সোনাগাজীর আহমদপুর গ্রামে জানাজা নামাজ শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৪ ছেলে ও ৭ মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান। দেশনিউজ.নেট সহযোগী সম্পাদক আবদুল হাফিজ খসরু দেশনিউজ পরিবারের পক্ষ থেকে মরহুমা নুর খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর কাছে মরহুমার মাগফিরাত কামনা করেন।