দেশেই তৈরি হলো ভেন্টিলেটর, শিগগিরই হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা জন্য ভেন্টিলেটর (কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নেওয়ার যন্ত্র) অত্যাবশ্যকীয়। ভাইরাসটির প্রাদুর্ভাবের পর থেকেই বিশ্বব্যাপী এই যন্ত্রটির চাহিদা বহুগুণে বৃদ্ধি পায়। বাংলাদেশেও করোনাভারাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেটর মেশিন মজুদ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার অংশ হিসেবেই যন্ত্রটি তৈরি করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড।

আজ শনিবার মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের প্রতিষ্ঠাতা এম এ রাজ্জাক খান বলেন, পরীক্ষা করার জন্য ইতোমধ্যে রাজধানীর দুই বেসরকারি হাসপাতালে এসব ভেন্টিলেটর পাঠানো হয়েছে। সেখানে মেশিনগুলোর কার্যকারিতা দেখা হবে। কোনো সংশোধনের প্রয়োজন কি না তাও দেখা হবে।

তিনি আরো বলেন, পরীক্ষায় ভালো ফলাফল পেলে আমরা সরকারের কাছে অনুমোদনের জন্য হস্তান্তর করবো।

এম এ রাজ্জাক খান বলেন বলেন, মিনিস্টার কোম্পানির এই ভেন্টিলেটরটির নকশা সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহায়তায় করা হয়েছে।

গত ৩১ মার্চ আন্তর্জাতিক প্রতিষ্ঠান মেডট্রনিকের থেকে ভেন্টিলেটরের পেটেন্ট, নকশা ও সোর্স কোড নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ (পলক)।

মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের এই প্রতিষ্ঠাতা বলেন, আমাদের আশা, সরকার এই সপ্তাহের মধ্যেই ভেন্টিলেটরের অনুমোদন দিয়ে দিবে। তাহলে আগামী সপ্তাহ থেকেই আমরা উৎপাদনে চলে যাবো। এর মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। পর্যাপ্ত কাঁচামাল পেলে দিনে ১০০টি ভেন্টিলেটর আমরা তৈরি করতে পারবো।