দেশের কোথায় কতজন করোনা রোগী শনাক্ত

জনবার্তা অনলাইনঃ মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৪১ জন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জনে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দুই হাজার ১৯টি নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে ১৬ হাজার ৮৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। নতুন নমুনা পরীক্ষায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৪১ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৬০।

যারা মারা গেছেন, তাদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে ঢাকায় সাতজন ও ঢাকার বাইরে তিনজনের মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী তিনজন, ষাটোর্ধ্ব পাঁচজন এবং সত্তরোর্ধ্ব একজন রয়েছেন।

ঢাকা ৬৩৬, নারায়ণগঞ্জ ২৫৫, গাজীপুর ৮২, নরসিংদী ৪৩, চট্টগ্রাম ৩৬, মুন্সীগঞ্জ ২৬, মাদারীপুর ২৩, কিশোরগঞ্জ ২২, গোপালগঞ্জ ১৭, কুমিল্লা ১৪, গাইবান্ধা ১৩, জামালপুর ১২, বরিশাল ১২, টাঙ্গাইল ৯, ময়মনসিংহ ৯, ব্রাহ্মণবাড়িয়া ৮, দিনাজপুর ৮, রাজবাড়ী ৭, চাঁদপুর ৭, শরীয়তপুর ৬, নীলফামারী ৬, নেত্রকোনা ৬, মানিকগঞ্জ ৫, বরগুনা ৪, রাজশাহী ৪, পিরোজপুর ৪, রংপুর ৩, সিলেট ৩, শেরপুর ৩, ঠাকুরগাঁও ৩, ঝালকাঠী ৩, মৌলভীবাজার ২, পটুয়াখালী ২, লালমনিরহাট ২, ফরিদপুর ২, কুড়িগ্রাম ২, নোয়াখালী ২, চুয়াডাঙা ১, কক্সবাজার ১, হবিগঞ্জ ১, লক্ষ্মীপুর ১, সুনামগঞ্জ ১. খুলনা ১, নড়াইল ১।

ঢাকা সিটির তথ্য: মিরপুর এলাকা ৪৫, ওয়ারী ২৭,যাত্রাবাড়ী ২৫, মোহাম্মদপুর ২২, লালবাগ ২১, উত্তরা ২০, টোলারবাগ ১৯, ধানমন্ডি ১৮, বাসাবো ১৭, তেজগাঁও ১৬, গেন্ডারিয়া ১৪, গুলশান ১৩, মহাখালী ১২, হাজারীবাগ ১১, বাবু বাজার ১১, আজিমপুর ১১, গ্রিন রোড ১০, মগবাজার ১০, চকবাজার ৯, বংশাল ৯, বাড্ডা ৮, বনানী ৮, রাজারবাগ ৮, শান্তিনগর ৭, সুত্রাপুর ৭, শাঁখারীবাজার ৬, আদাবর ৫, জিগাতলা ৫, বসুন্ধরা আবাসিক এলাকা ৫, চানখারপুল ৫, নাখালপাড়া ৫, শাহবাগ ৪, লক্ষ্মীবাজার ৪, মালিবাগ ৪, নারিন্দা ৩, সোয়ারীঘাট ৩, কোতয়ালী ৩, বেইলী রোড ৩, রামপুরা ৩, হাতিরপুল ৩, কামরাঙ্গীরচর ৩, সিদ্ধেশ্বরী ৩, শ্যামলী ৩, গোপীবাগ ৩, ইসলামপুর ২, পুরানা পল্টন ২, ইস্কাটন ২, কাজীপাড়া ২, শাহ আলীবাগ ২, পীরেরবাগ ২, আগারগাঁও ২, মুগদা ২, গুলিস্তান ২, মিটফোর্ড ২, জেলগেট ২, সবুজবাগ ২, বসিলা ১, সেন্ট্রাল রোড ১, বুয়েট এলাকা ১, উর্দু রোড ১, শাজাহানপুর ১, নিকুঞ্জ ১, আশকোনা ১, দয়াগঞ্জ ১, ধোলাইখাল ১, শনির আখড়া ১, হাতিরঝিল ১, মানিকদী ১, বেড়িবাঁধ ১, বেগুনবাড়ী ১, ঢাকেশ্বরী ১, কদমতলী ১, সায়েদাবাদ ১, ফার্মগেট ১, নবাবপুর ১, রায়ের বাজার ১, আরমানিটোলা ১, বানিয়ানগর ১, খিলগাঁও ১, কুড়িল ১, মতিঝিল ১, শান্তিবাগ ১, শ্যামপুর ১, ভাটারা ১, জুরাইন ১, কল্যাণপুর ১, মাতুয়াইল ১, রায়েরবাগ ১, বেগমবাজার ১, বকশীবাজার ১, রমনা ১, তেজতুরী বাজার ১, ফরিদাবাগ ১, কারওয়ান বাজার ১, কচুক্ষেত ১, সায়েন্সল্যাব ১, শেওড়াপাড়া ১, শেখেরটেক ১।

ন্যাশনাল কল সেন্টার ৩৩৩| স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩| আইইডিসিআর ১০৬৫৫| বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ |