সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
দেশের ক্রিকেটে আরেকটি দুঃসংবাদ!
খেলাধুলা ডেস্ক: জাভেদ ওমর বেলিম। জাতীয় ক্রিকেট দল বিশেষ করে টেস্ট দলের একসময়ের নির্ভরযোগ্য ওপেনার। করোনাভাইরাসের কারণে দেশের সব ধরনের ক্রিকেট যখন নির্বাসিত, তখন বাংলাদেশের জন্য ছোটখাটো এক কলঙ্ক নিয়ে হাজির হলেন তিনি। গত বছর অনুষ্ঠিত হওয়া নারী ক্রিকেট বিশ্বকাপের সময় তথ্য পাচারের অভিযোগে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়লেন। এর আগে সাম্প্রতিক সময়ে জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসানের ওপর নেমে আসে নিষেধাজ্ঞা।
গত বছর দুটি সিরিজে জাতীয় নারী ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জাভেদ ওমর। সেই সুবাদে তাকে বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্ব দিয়ে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। সেখানে অবস্থানকালে দলের ভেতরের বেশ কিছু তথ্য বাইরে পাচার করেছিলেন তিনি, এমন প্রমাণ পেয়েছে আইসিসি।
এ নিয়ে অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ইভেন্টে জাভেদ ওমরকে না রাখার অনুরোধ করেছে বিশ্ব ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবিও (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ইতোমধ্যে তাদের অনুরোধে সাড়া দিয়ে জাভেদ ওমরকে আর কোনো দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দেশের হয়ে ৪০ টেস্ট ও ৫৯ ওয়ানডে খেলা জাভেদ ওমরের এই নিষেধাজ্ঞা নিয়ে ভীষণ হতাশ বিসিবির এক উর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘এটা খুবই হতাশার সংবাদ। সামনের দিনগুলোতে কাদেরকে নিয়ে কাজ করব, কে জানে!’