দেশে আরো ৩ করোনা রোগী শনাক্ত: আইইডিসিআর

জনবার্তা, স্টাফ রিপোর্টারঃ দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রসঙ্গত, এ নিয়ে দেশে মোট ৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হলো। যদিও এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ সর্বপ্রথম তিনজনকে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়। তাদের মধ্যে দুইজন ইতালি ফেরত। তাদের সংস্পর্শে এসে এক নারী আক্রান্ত হন। তারা তিনজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তবে শনিবার দিবাগত রাতে আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি নিশ্চিত করেন। এদের মধ্যে একজন জার্মানি ও অন্যজন ইতালি ফেরত।

ফলে দেশে এখন পাঁচজন করোনা আক্রান্ত রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রায় আড়াই হাজার লোক হোম কোয়ারেন্টাইনে রয়েছে।