হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ১৬৪ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকা পড়েছেন কয়েক শ বাংলাদেশি। তাদের মধ্যে ১৬৪ জনকে নিয়ে আজ সোমবার দেশে ফিরেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
তথ্যটি নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম মার্কেটিং অ্যান্ড পিআর কামরুল ইসলাম বলেন, বিকেল ৩টা ৪৮ মিনিটে বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় আকাশপথে চেন্নাই থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন তারা। সেই ধারাবাহিকতায় আগামী কয়েকদিনের মধ্যে আটকে থাকা বাকিদেরও ফিরিয়ে আনা হবে।
এ ছাড়া তামিলনাড়ু ও কর্ণাটকে যারা আটকা পড়ে আছেন, তাদেরও দেশে ফেরানোর ব্যাপারে অনুমোদন পাওয়া গেছে। ইতোমধ্যে তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য রাজ্যগুলোতে যারা আটকা পড়েছেন, তাদেরও ফিরিয়ে আনা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিপাকে পড়াদের খাদ্য, আবাসন ও চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হচ্ছে। সম্প্রতি দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় কিছু বাংলাদেশি তাদের অসুবিধার কথা জানায়। পরে স্থানীয় সরকারের অনুমতি নিয়ে তাদের খাদ্য ও আর্থিক সহায়তা করেছেন দূতাবাসের কর্মকর্তারা।