দেশে সংক্রমণের শীর্ষে ২১-৩০ বছর বয়সীরা

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছেন ২১ থেকে ৩০ বছর বয়সীরা। যা মোট সংক্রমণের ২১ শতাংশ। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছর বয়সীরা সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছেন। যা মোট সংক্রমণের ২১ শতাংশ। এ ছাড়া মোট সংক্রমণে ৩১ থেকে ৪০ বছর বয়সীদের হার ১৯ শতাংশ। এরপরেই রয়েছে ৪১ থেকে ৫০ বছর বয়সীরা। যা মোট সংক্রমণের ১৫ শতাংশ।

সংক্রমিতদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, মোট সংক্রমণের ৬৮ শতাংশ পুরুষ। বাকি ৩২ শতাংশ নারী। আর অঞ্চলভেদে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে রাজধানী ঢাকায়। এখানে সংক্রমিত হয়েছেন ৪৬ শতাংশ। এরপরই রয়েছে নারায়ণগঞ্জ। মোট শনাক্তের ২০ শতাংশ রোগী এই জেলার।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রেকর্ড সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে মোট ১৫ জন কোভিড-১৯ রোগী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৬ জনকে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৮৩৮ জন করোনা রোগী শনাক্ত করা হলো।

উল্লিখিত সময়ে দেশে চিকিৎসা নিয়ে আরো ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ৫৮ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার পর থেকে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে বাংলাদেশকে করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকা হিসেবে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।