নওগাঁয় বজ্রপাতে নিহত ২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বজ্রপাতে মান্দা ও নিয়ামতপুর উপজেলায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মান্দা উপজেলার কুলিহার গ্ৰামের তাহের মন্ডলের ছেলে ময়নুল হোসেন (৩২) ও নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের চৌধূরীপাড়ার বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে হাফেজ আব্দুল ওয়াহেদ শিমুল (৩২)।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে কুলিহার বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ময়নুল। এসমন সময় রাস্তার মধ্যে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

অন্যদিকে, নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির জানান, দুপুরে জমি মাপছিলেন শিমুল। এসময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।