নওগাঁর সাপাহারে জমিজমা সংক্রান্ত সংঘর্ষে আহত -৩

নাসির হায়দার, সাপাহার(নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার তিলনী ঘাঁসডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে  দু’পক্ষের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের আব্দুর রাজ্জাক আলীর লোকজন পুর্বপরিকল্পিত ভাবে আমজাদ আলীর বাড়ির উঠানে জায়গা জবর দখল করে সেখানে টিনের ঘর তৈরী করতে থাকে। এ সময় বাধা দিতে গেলে দখলকারীরা লোহার শাবল দিয়ে আমজাদ আলীর তিন ছেলে যথাক্রমে শফিকুল ইসলাম(৪০) আব্দুল খালেক(৩৫)ও জসিম উদ্দীন(২৫) মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আব্দুল খালেক কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও  অপর দুই ভাইকে আশংকা জনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে প্রতিপক্ষের রায়হান হোসেন জানান বিবাদমান ওই সম্পত্তি আব্দুর রাজ্জাক এর পৈত্রিক সুত্রে প্রাপ্ত,অবৈধ ভাবে তারা ওই সম্পত্তি জবর দখলে রেখেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।  থানার অফিসার ইনর্চাজ(ওসি) আব্দুল হাই তদন্ত র্পূবক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।