সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
নওগাঁর সাপাহারে ১কেজি গাঁজা সহ আটক-২
নাসির হায়দার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশ যখন করোনার ভয়াল থাবায় আক্রান্ত তখন নওগাঁর সাপাহারে ১ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার মোখলেছুর রহমানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বেলডাঙ্গা গ্রামের ২৩৬ নম্বর মেইন পিলার হতে ৩ কিঃমিঃ বাংলাদেশ অভ্যান্তরে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম বিরামপুর গ্রামের মহসীন আলীর ছেলে আব্দুল খালেক (৩০) ও একই গ্রামের সাইফুদ্দীনের ছেলে বুলেট (৩৩) নামের ২মাদক ব্যবসায়কে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছে থাকা শপিং ব্যাগের ভিতর হতে ১ কেজি গাঁজা ও লাল রঙ্গের একটি আরটিআর ১৫০সিসি মোটরসাইকেল জব্দ করে। পরদিন আটককৃতদের সাপাহার থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়।এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে বলে জানান।