হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নওগাঁ প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁয় নুরুল ইসলাম নুরু (৫৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তরু বস্ত্রালয় এবং সততা মার্কেটের স্বত্বাধিকারী ছিলেন।
মঙ্গলবার ২রা জুন সকালে নওগাঁ সিভিল সার্জন অফিসার ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদের দুইদিন আগে নুরুলের জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট শুরু হয়। করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় তিনি কাপড়ের দোকান বন্ধ করে হোম কোয়ারেন্টিনে যান। এর পরের দিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আর গত ৩০ মে নুরুলের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। ফলে এর পর থেকে তিনি বাসায় অবস্থান করে করোনার চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
এ নিয়ে নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। অন্য রোগীও সদর উপজেলার সুলতানপুরের বাসিন্দা ছিলেন। তিনি বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত নওগাঁয় ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন। জেলায় গত ২৩ এপ্রিল নওগাঁর রাণীনগর উপজেলায় এক সেবিকার শরীরে প্রথম করোনা শনাক্ত হয়।