নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করতেন বলে জানা গেছে। শুক্রবার সকালে সদরের চকদেব পাড়ায় তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে নওগাঁ সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসার আখতারুজ্জামান আলাল জানান, জ্বর-সর্দি নিয়ে ওই ব্যক্তি গত ১৫ এপ্রিল ঢাকা থেকে নওগাঁয় আসে। পরে বিষয়টি জানাজানি হলে, ১৬ এপ্রিল বিকেলে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে তা পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ওই ব্যক্তিটি এ্যাজমা রোগেও ভুগছিলেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তিটি প্রকৃতই করোনা আক্রান্ত কি-না তা নমুনা পরীক্ষার পরে জানা যাবে। নিহতের পরিবারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার আদেশ দেওয়া হয়েছে।