হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
নওগাঁয় ডিলারের শ্বশুর বাড়ি থেকে সরকারি ১৭০ বস্তা চাল উদ্ধার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এক ডিলারের শ্বশুর বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) ১০ টাকা কেজি দরের ১৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এসব চালের পরিমাণ ৫ হাজার ১০০ কেজি। পুলিশ মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের মল্লিকপুর গ্রামে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে।
জানা গেছে, সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আবু সাইদ। আর তার ম্যানেজার হলেন তাঁর শ্যালক মল্লিকপুর গ্রামের আব্দুর রব। তাঁর বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭০ বস্তা সরকারি চাল বস্তা পাল্টিয়ে অন্য বস্তায় করে রাখা হয়েছিল।
পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এসব চাল উদ্ধার করে।
নওগাঁ সদর থানা ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, গোপন সংবাদে ওই গ্রামে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭০ বস্তা চাল উদ্ধার করা হয়। চালের পরিমাণ ৫ হাজার ১০০ কেজি। তবে খাদ্যবান্ধব কর্মসূচির বস্তার চালগুলো ভিন্ন বস্তায় করে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, কয়েকদিন আগে সরকারি খাদ্যগুদাম থেকে চালগুলো সংগ্রহ করে গরীব অসহায় মানুষের মাঝে বিক্রি না করে তিনি সেগুলো তার শ্যালক আব্দুর রবের ঘরে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল। তারা যোগসাজস করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রির পাঁয়তারা করেছিলেন।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে আবু সাঈদ ও তার শ্বশুর বাড়ির লোকজনেরা পালিয়ে গেছেন। এজন্য পুলিশ কাউকে আটক করতে পারেনি।