সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
খেলাধুলা ডেস্ক: নামাজরত অবস্থায় বন্দুকধারীর গুলিতে নিহত হলেন সোমালিয়ার সাবেক ফুটবলার। মৃত ফুটবলারের নাম আব্দিওয়াল ওলাদ কনইয়ারে। তিনি সোমালিয়া জাতীয় ফুটবল দলের গোলরক্ষক ছিলেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার তারাবির নামাজের সময়। ঘটনাস্থল মোগাদিসু থেকে ৩০ কি.মি. দূরের শহর আফগুয়ে। এমনটাই জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
কনইয়ারে বর্তমানে কোচিংয়ের সাথে জড়িত ছিলেন। বছর পাঁচেক আগে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। এরপর দেশটির যুবদলের গোলকিপারদের তামিল দেয়া শুরু করেন তিনি।