পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেল বাংলাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

নিজস্ব প্রতিবেদক: দেশে একদিনের ব্যবধানে কোভিড-১৯ রোগী শনাক্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ৬০২ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৮৭০ জন। এ ছাড়া আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৯ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০২ জনকে কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৮৭০ জন।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ২১২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪ হাজার ৫৮৫ জন রোগী সুস্থ হলেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ১৮ মার্চ।