পোশাক শ্রমিকদের মজুরি বাড়লো ৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেও যেসব পোশাক শ্রমিক কর্মস্থলে যোগ দিয়েছেন তারা ঈদের আগেই মে মাসের শতভাগ বেতন পাবেন বলে জানিয়েছেন মালিকরা। আর এপ্রিল মাসে কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের ৬০ শতাংশ বেতন দেয়ার কথা ছিল। সেটি আরো ৫ শতাংশ বাড়ানাে হয়েছে।

আজ সোমবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার-মালিক এবং শ্রমিকপক্ষের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রমিকনেতা আমিরুল হক আমিন বলেন, গত এপ্রিলে কারখানা বন্ধকালীন শ্রমিকদের ৬০ শতাংশ মজুরি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আইবিসির দাবির প্রেক্ষিতে সেটি থেকে সরে এসেছেন মালিকপক্ষ। তারা এখন ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ মজুরি দেবেন। পাশাপাশি শ্রমিক ছাঁটাই না করা ও ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি করলে তারা সেটিও মেনে নেন।

মালিকদের সংগঠন বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ৬০ শতাংশের পরিবর্তে ৬৫ শতাংশ মজুরি দেয়া হবে। তবে অতিরিক্ত ৫ শতাংশ মে মাসের মজুরির সঙ্গে সমন্বয় করে দেয়া হবে। কারণ ইতোমধ্যে এপ্রিল মাসের ৬০ শতাংশ মজুরি দিতে সব কারখানাকে নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন- সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজান খান, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা মন্টু ঘোষ প্রমুখ।