প্রথম আলোর সিনিয়র সংবাদকর্মী করোনা আক্রান্ত

জনবার্তা ডেস্কঃ দৈনিক প্রথম আলোর একজন সিনিয়র সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম আলো কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করে জানিয়েছে, এখন থেকে কর্মীরা বাসা থেকেই কাজ করবেন। প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে পত্রিকা প্রকাশ করা হবে। পত্রিকাটির পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে প্রথম আলো কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী সতর্কতামূলক সব পদক্ষেপ নেয়া হয়েছিল। অধিকাংশ কর্মী এত দিন বাসা থেকেই কাজ করে আসছিলেন।