হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
প্রবাসীদের জন্য ৫০০ কোটি টাকার আমানত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের জন্য ৫০০ কোটি টাকার আমানত ঘোষণা করেছেন। ঘরবাড়ি বিক্রি করে যাতে কাউকে বিদেশে যেতে না হয় এবং কোনো কারণে বিদেশ থেকে ফিরলে প্রবাসীরা যেন ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সেজন্য এ আমানত ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে কর্মহীন অসহায় মানুষের জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ পাঠানো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও মোবাইল ব্যাংকিং তথা ডিজিটাল উপায়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী প্রবাসীদের বিষয়ে শেখ হাসিনা বলেন, আমাদের প্রবাসীরা রেমিট্যান্স পাঠায়। সুতরাং তারা যেন ঘরবাড়ি বিক্রি না করে কিংবা ঋণ নিয়ে বিদেশ না যায়, সেজন্য প্রবাসী কল্যাণ নামে একটি বিশেষ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। ওই ব্যাংকে আমরা অতিরিক্ত আরো ৫০০ কোটি টাকা দেবো। এর আগে ব্যাংকটিতে প্রায় ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রবাসে এখন কাজের পরিধি সীমিত হয়ে গেছে, সেটা সবাই জানেন। প্রবাসে অনেক মানুষ কাজ হারাচ্ছেন, আবার অনেকে দেশে ফিরে আসছেন। আমার দেশের নাগরিক তারা। আমি চাই না, তারা সেখানে কষ্ট করুক। তারা দেশে ফিরতে চাইলে ফিরতে পারেন। কিন্তু আসার পর যেন কিছু করে খেতে পারেন, সে কারণে তাদের কর্মসংস্থানের জন্য ব্যাংকটিতে আরো ৫০০ কোটি টাকা দিচ্ছি।
এ ছাড়া ঈদ উপলক্ষে দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কওমি মাদরাসাগুলোতে আরো সহায়তা দেওয়া কথা জানান।
দেশের বেকার তরুণ-তরুণীরা যাতে স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারেন। তাদের যাতে বেকার হয়ে ঘুরে বেড়াতে না হয়, সেজন্য সরকার কর্মসংস্থান ব্যাংকে দুই হাজার কোটি টাকা আমানত দেবে বলেও জানান তিনি।
এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দোয়া করবেন, এভাবে যেন দিতে পারি। এটাতো কিছুই না।