হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
বঙ্গবন্ধুর খুনি মোসলেহউদ্দিনকে হস্তান্তর করেছে ভারত
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার অন্যতম আসামি রিসালদার (বরখাস্ত) মোসলেহউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের অজ্ঞাত স্থান দিয়ে বঙ্গবন্ধুর হত্যার অন্যতম ওই অভিযুক্তকে হস্তান্তর করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁও থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা গুলি করে তাদের মধ্যে অন্যতম হিসেবে মনে করা হয় মোসলেহউদ্দিনকে।
এর দুই দিন আগে কলকাতাভিত্তিক আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়, মোসলেহউদ্দিনকে গ্রেপ্তার করেছে ভারতীয় গোয়েন্দারা। সম্প্রতি বঙ্গবন্ধু হত্যার আরেক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ গ্রেপ্তার হওয়ার পর তাকে জেরা করেই মোসলেহউদ্দিন সম্পর্কে জানতে পারে বাংলাদেশি গোয়েন্দারা। পরে ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১১ এপ্রিল আবদুল মাজেদের মৃত্যু দণ্ড কার্যকর হয়।
তবে অন্য একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আবদুল মাজেদ গ্রেপ্তার হওয়ার পরই নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে গা ঢাকা দিয়েছে মোসলেহউদ্দিন।