বনশ্রীতে যাত্রা শুরু করলো নান্দনিক ক্যাফে কাব্য

নিজস্ব প্রতিবেদকঃ ইট-পাথরের কংক্রিটের এ নগরীতে রাজধানীবাসীকে সবুজের সমারোহে সময় কাটানোর রসনা বিলাসের সুযোগ করে দিতে বনশ্রী সি ব্লক, ৩ নাম্বার রোডে যাত্রা শুরু করলো “ক্যাফে কাব্য”।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রোজ সোমবার ক্যাফে কাব্যের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর (সংরক্ষিত) মিতু আক্তার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নৈসর্গিক এই ক্যাফেতে একই সাথে রয়েছে দৃষ্টিনন্দন নার্সারি একুরিয়াম ও পাখির কলতান। চারদিকে সবুজের সমারোহ উন্মুক্ত এই ফুড কোর্টে একসাথে ১৫০জন অতিথি আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। ভোজনবিলাসীদের উদরপূর্তিতে ১৮০ পদের চাইনিজ মেনু নিয়ে রয়েছে সুপ্রিম কিচেন, বিরিয়ানি প্রেমীদের জন্য ১৭ পদের বিরিয়ানির আয়োজন নিয়ে পসরা সাজিয়েছে ‘বিরিয়ানি খোর’ আর কাবাব ছাড়া যাদের চলেই না তাদের জন্য রয়েছে ‘কোল’। এছাড়া বিয়ে-শাদির আয়োজন এর পাশাপাশি জন্মদিন বা যে কোন ঘরোয়া অনুষ্ঠানের আয়োজনের জন্য রয়েছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী দ্বি তলা টিনের ঘর। ঢাকার ভোজনবিলাসী ও প্রকৃতি প্রেমীদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠবে ক্যাফে কাব্য এটিই উদ্যোক্তাদের প্রত্যাশা।