হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
বাংলাদেশ উপকূল অতিক্রম করছে ‘আম্পান’
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালানোর পর এবার বাংলাদেশের উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আম্পান’। আজ বুধবার বিকেল ৪টার পর থেকে এর অগ্রভাগ সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে শুরু করে। বর্তমানে এটি দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চল অতিক্রম করছে।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিলোমিটার। যা কখনো কখনো ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। রাত ৮টার মধ্যে ঘূর্ণিঝড়টি দেশের খুলনা ও সাতক্ষীরা অঞ্চল অতিক্রম করবে। এরপর ধীরে ধীরে এর বাতাসের গতিবেগ কমতে থাকবে।
এর আগে বিকালে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় বিষয়ক ৩৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিেতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘আম্পান’ বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে ঝড়ো বাতাস। বিভিন্ন জায়গার নদ-নদীর জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৬ ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। অনেক জায়গা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।