হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
বিএফইউজের নতুন সভাপতি এম আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে প্রখ্যাত সাংবাদিক নেতা জনাব এম. আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন। তিনি পূর্ববর্তী কমিটিতে নির্বাচিত মহাসচিব ছিলেন। এর আগে দুই মেয়াদে মহাসচিব হওয়ার পর এবারই প্রথম তিনি সভাপতি পদে প্রার্থী হয়ে বিজয় লাভ করেন। তিনি এই নির্বাচনে বিএফইউজের সাবেক তিনবারের সভাপতি ও বর্তমান সভাপতি রুহুল আমিন গাজীকে ৯ ভোটে পরাজিত করে আগামী দু’বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
গতকাল (১৪ নভেম্বর) শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ১৫৯ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাসচিব পদে নির্বাচিত হয়েছিলেন নূরুল আমিন রোকন। সহকারি মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন তিনজন। এদের মধ্যে রয়েছেন নাসির আল মামুন, শফিউল আলম দোলন ও শহীদুল্লাহ মিয়াজী। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ খায়রুল বাশার।