হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
ভারতের রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়েছে করোনা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি ভবনেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। নমুনা পরীক্ষার পর ভবনের একজন পরিচ্ছন্নতাকর্মীর দেহে কভিড-১৯ শনাক্ত হয়েছে। এই ঘটনায় ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। ওই পরিচ্ছন্নতাকর্মীর সংস্পর্শে এসেছেন এমন ১০০ জনকে বাছাই করে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরিস্থিতি দেখে প্রয়োজনে রাষ্ট্রপতিকেও অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবছে ভারত সরকার। খবর এনডিটিভির।
সচিব পর্যায়ের বেশ কয়েকজন রাষ্ট্রপতি ভবনে কর্মরত ছিলেন, যারা কোনো না কোনো সময় ওই পরিচ্ছন্নতাকর্মীর সংস্পর্শে এসেছেন। সরকার তাদের পরিবারকেও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছে।
সবশেষ খবর অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৩৯ জন। মৃত্যুবরণ করেছেন ৫৯০ জন। গতকাল ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া নতুন রোগীর সংখ্যা ৯২৪ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। দেশটিতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৭৩ জন।