হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
ভারতে আটকা পড়াদের আনতে ইউএস-বাংলার ৮ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক: ভারতে চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে গিয়ে আটকে পড়েছেন কয়েক শ বাংলাদেশি। তাদের ফিরিয়ে আনতে ৮টি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা এয়ারলাইন্স ইউএস-বাংলা। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।
আগামী ২০ এপ্রিল থেকে চেন্নাই-ঢাকা ও কলকাতা-ঢাকা রুটে এসব ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
কামরুল ইসলাম বলেন, আগামী ২০ থেকে ২৫ এপ্রিল প্রতিদিন চেন্নাই-ঢাকা রুটে ৬টি ফ্লাইট পরিচালনা করা হবে। আর ২১ ও ২৩ এপ্রিল কলকাতা-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।
ইউএস-বাংলার ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায় চেন্নাই থেকে যাত্রা শুরু করে ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে দুপুর সোয়া ৩টায়। অন্যদিকে, কলকাতা থেকে যাত্রা শুরু হবে বেলা সাড়ে ১১টায়। ঢাকায় অবতরণ করবে দুপুর ১টায়।
এদিকে, ৪৯ জন বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে আজ শুক্রবারই ব্যাংকক-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস-বাংলা এই ফ্লাইটটিও পরিচালনা করবে বলেও জানান ওই কর্মকর্তা।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকল প্রকার ফ্লাইট বন্ধ হয়েছে। ফলে এক মাসের বেশি সময় ধরে ভারতে আটকা পড়ে আছেন ওই সব বাংলাদেশি। মূলত দেশটিতে উন্নত চিকিৎসা নিতে গিয়ে এখন আর্থিক সংকটে পড়েছেন তারা। তাই বিশেষ ব্যবস্থায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।