ভারতে মৃত ৫৬০, আক্রান্ত ১৭৬২০

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে আজ থেকে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে ভারত সরকার অন্যদিকে যত সময় যাচ্ছে দেশটিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ফুলেফেঁপে উঠছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৫৩ জন। এর আগের দিন অর্থাৎ ১৮ এপ্রিলে আক্রান্ত হয়েছেন রেকর্ড ২০১৩ জন।

সবমিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ৬২০ জনে। মৃত্যুবরণ করেছেন ৫৬০ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন। ৯ এপ্রিলে সর্বোচ্চ ৪৯ জনের প্রাণ গিয়েছিল। আক্রান্ত ও মৃতের পাশাপাশি দেশটিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৫৪ জন।

রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৫৫২ জন। মৃত্যুবরণ করেছেন ২২৩ জন, সুস্থ হয়ে উঠেছেন ৫০৭ জন।

এছাড়া দিল্লিতে আক্রান্ত ২০০৩, মৃত ৪৫। গুজরাতে আক্রান্ত ১৭৪৩, মৃত ৬৩। রাজস্থানে আক্রান্ত ১৪৭৮, মৃত ১৪। তামিলনাড়ুতে আক্রান্ত ১৪৭৭, মৃত ১৫, মধ্যপ্রদেশে আক্রান্ত ১৪০৭, মৃত ৭০। উত্তরপ্রদেশে আক্রান্ত ১০৮৪, মৃত ১৭। পশ্চিমবঙ্গে আক্রান্ত ৩৩৯ হলেও মৃত্যুবরণ করেছেন ১২ জন।