হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
ভার্চুয়াল কোর্টে ৩৮ আসামির জামিন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীতে ভার্চুয়াল আদালতের প্রথম দিনে ৩৮ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাঁচটি আদালতে শুনানি শেষে তাদের জামিন দেওয়া হয়। জামিনপ্রাপ্ত আসামিদের বেশরিভাগই মাদক ও চুরির মামলায় অভিযুক্ত। দীর্ঘদিন হাজতে থাকায় তাদের জামিন দেন আদালত।
এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আজ মঙ্গলাবার ঢাকায় প্রথম ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে যেসব আসামির কাছ থেকে স্বল্প পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তাদের অপরাধ বিবেচনায় এবং দীর্ঘদিন হাজতে থাকায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
ঢাকার পাঁচটি ভার্চুয়াল কোর্টের একটির বিচারকের দায়িত্বে আছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। তার আদালতে প্রথম দিনে ৯টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসব মামলায় ৯ আসামি জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতে বিচারক ৪ জনের জামিন মঞ্জুর করেন। এদের বেশিরভাগই মাদক মামলার আসামি। বাকি পাঁচটি মামলায় আসামিদের জামিন না মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।
এছাড়া ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে চারটি ভার্চুয়াল আদালতে আসামিদের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। এই চারটি আদালতে মোট ৩৪ জন হাজতি আসামির জামিন মঞ্জুর করা হয়।
ভার্চুয়াল কোর্ট- ১ : তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই আদালতে আজ ৬টি মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। এসব মামলায় মোট ১১ জন আসামি জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী ৯ জনের জামিন মঞ্জুর করেন।
ভার্চুয়াল কোর্ট- ২ : এই আদালতে তিনটি মামলায় জামিন আবেদন করেন ১৪ আসামি। শুনানি শেষে আদালতের বিচারক ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী সকল আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।
ভার্চুয়াল কোর্ট- ৩ : এই আদালতে চারটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে জামিনে আবেদন করে ৬ জন হাজতি আসামি। পরে শুনানি শেষে আদালতের বিচারক ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।
ভার্চুয়াল কোর্ট-৪ : আজ মঙ্গলবার এই আদালতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ৫টি মামলার জামিন শুনানি করেন বিচারক ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী। শুনানি শেষে আদালত পাঁচজনেরই জামিন মঞ্জুর করেন।
দেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ রয়েছে আদালত পাড়া। তাই বিচারকাজ চলমান রাখার জন্য গত শনিবার তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০-এর চূড়ান্ত অনুমোদন জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। পরের দিন রোববার সুপ্রিম কোর্ট দেশের সকল অধনস্ত আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুধু জামিন শুনানির নির্দেশ দেন। এর প্রেক্ষিতেই আজ প্রথম ঢাকায় ভার্চুয়াল আদলত বসে।