হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
ভাসানচরে গেল রোহিঙ্গাদের প্রথম দল
নিজস্ব প্রতিবেদকঃ প্রথমবারের মতো ভাসানচরে পাঠানো হলো মিয়ানমার থেকে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের একটি দলকে। শনিবার দিবাগত রাতে তাদের পাঠানো হয় বলে জানা গেছে।
তবে রোহিঙ্গাদের যে দলটিকে ভাসানচরে পাঠানো হয়েছে, তারা কোনো ক্যাম্পের নয়। স্থানীয় একটি দালাল চক্রের মাধ্যমে তারা সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করে। পরে কোস্টগার্ডের সদস্যরা তাদের আটক করে।
কোস্ট গার্ডের সহায়তায় তাদেরকে ভাসানচরে পাঠানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ঠিক কতজনকে ভাসানচরে পাঠানো হয়েছে তা জানাতে পারেননি নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
তিনি বলেন, শনিবার দিবাগত রাতে ৩০ জনের মতো রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ড। পরে আরো কয়েকজনকে আটক করা হয়।
ওই কর্মকর্তা আরো বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের দেখাশোনা করে না জাতিসংঘ। সেখানকার রোহিঙ্গাদের দায়-দায়িত্ব বাংলাদেশ সরকারের।
সম্প্রতি বেশ কিছু রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বাংলাদেশের পক্ষ থেকে ৩৯২ জনকে আশ্রয় দেওয়া হয়। কিন্তু কয়েকদিন আগে প্রায় ৫০০ রোহিঙ্গাকে বহনকারী একটি জাহাজ সাগরে ভাসতে থাকে।
এক পর্যায়ে জাতিসংঘ ও কয়েকটি দেশ বাংলাদেশের প্রতি অনুরোধ জানায় তাদের আশ্রয় দেওয়ার। কিন্তু ঢাকা তা প্রত্যাখ্যান করে অন্যান্য দেশকেও দায়িত্ব নেওয়ার আহ্বান জানায়। তার মধ্যেই এই রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর খবর পাওয়া গেল।