সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলা চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়ন থেকে দুটি গরু চুরি করে নিয়ে পটুয়াখালী জেলার দশমিনা বাজারে বিক্রি করার সময় জনগনের হাতে ধরা পরে। পরবর্তীতে দূলারহাট থানা পুলিশকে অবগত করে।
২১শে এপ্রিল মঙ্গলবার বিকালেদুলারহাট থানার এস আই দেলোয়ার ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে গরু দুইটিউদ্ধার করে চোরদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ সোহাগ ( ২০) পিতা নুর হোসেন মৃধা, গ্রাম হোসনাবাদ, থানা- দশমিনা, জেলা-পটুয়াখালী ও আবুল কাশেম (৪৫) পিতা মৃতু আলী আহম্মদ, গ্রাম- উত্তর লক্ষীপুর, থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, মুজিনগর থেকে চুরি হওয়া গরু দুটি দশমিনা থেকে উদ্ধার করা হয়। চোরদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।