মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন

মোহাম্মদ এনায়েতুল্লাহঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক সুহৃদ, শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু রয়েছেন আমার। অনেক কাছের মানুষ আছেন এই এলাকার যাঁরা আমাকে বা আমার লেখা পছন্দ করেন, গভীর শ্রদ্ধা করেন ও ভালোবাসেন, খোঁজ নেন, উৎসাহ দেন। তাঁদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা রেখেই এই দাবিটি জানাচ্ছি। আমার সেসব বন্ধুরা আমায় ক্ষমা করুন।

আজ সারা বিশ্ব যখন করোনা মহামারীর আতংকে দিশেহারা, অমরা আমাদের সীমাবদ্ধ স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কঠিন ঝুঁকির মুখোমুখি ঠিক তখন ব্রাহ্মণবাড়িয়ায় একজন আলেমের ইন্তেকালে যে জনসমাগম ঘটলো তা’ রীতিমতো হৃদয়বিদারক, দুঃখজনক ও জাতির জন্য মহা শঙ্কার কারণ। এই অতি আবেগী মানুষগুলো যখন আজ হুজুরের জানাজার জন্য বের হচ্ছিল তখন একবারের জন্যেও ভাবলো না তার পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-পড়শী সর্বোপরি দেশ ও জাতির কথা।

তাঁদের মাঝে কোন একজনও কি ন্যুনতম নিশ্চয়তা দিতে পারবেন যে, এই বিশাল জনসমাগমে একজন ব্যাক্তিও করোনা ভাইরাস বহন করেননি। কি বিস্ময়কর ব্যাপার! যাঁরা এই জানাজার নামাজের ঘোষণা দিলেন তাঁদের বিবেকবুদ্ধি আর দায়িত্বশীলতা কি মগজে আদৌ কাজ করেনি? বিশ্বের উন্নত চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন দেশগুলো হিমসিম খাচ্ছে এই ভাইরাস থেকে বাঁচতে। নিকট অতীতে পাশের দেশ ভারতে তাবলীগ জামায়াতের একটি সমাগমের ফলে পুরো ভারতে মুসলমানরা আজ নিগৃহীত হচ্ছে। এসব দেখেও এই মরহুমের পরিবার, ছাত্র, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীগণ বিবেক বিবেচনা প্রয়োগ করতে ব্যর্থ হলেন? বেশ কিছু ঘটনা পরম্পরা থেকে প্রতিয়মান হয়, এই জেলার অধিকাংশ মানুষের দেশ, জাতি তথা দেশের আইনের প্রতি শ্রদ্ধাবোধ শুন্যের কোঠায়। বর্তমান প্রেক্ষাপটে যেখানে মহান আল্লাহর ঘর বায়তুল্লাহ তাওয়াফ পর্যন্ত বন্ধ রয়েছে। সৌদি সরকারের এই কঠোর সিদ্ধান্তের সাথে বিশ্বের বড় বড় ইসলামিক স্কলারগণও একমত হয়েছেন। সেখানে ‘ফরজে কেফায়া’ জানাজার নামাজের জন্য এই বিশাল সমাগম ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মেনে নেয়ার কোন সুযোগ নেই। ফরজে কেফায়া হলো এমন ফরজ যা’ গোটা সমাজের পক্ষ থেকে যে কোন কয়েকজন মিলে পড়ে দিলেই আদায় হয়ে যায়। একটি জাতীয় গুরুতর পরিস্থিতিতে বিষয়টি আরো গুরুত্ব বহন করে।

এমতাবস্থায় একজন সাধারণ নাগরিক হিসেবে, পিতা হিসেবে, ভাই বা আত্মীয় হিসেবে, বন্ধু কিংবা অনেক ভালোবাসার মানুষের সুহৃদ-সুভাকাঙ্খী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি, অনির্দিষ্ট কালের জন্য সমগ্র দেশবাসীর সুরক্ষার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে পুরো দেশের সকল প্রকার সংযোগ, যাতায়াত বন্ধ ঘোষণা করা হোক। যাতে এই মূহুর্তে যাঁরা উক্ত জেলায় অবস্থান করছেন তাঁদের একজনও অন্য কোন জেলায় গমনাগমন করতে না পারেন। সমগ্র জেলা নিশ্ছিদ্র লকডাউন করে দেয়া প্রয়োজন সবাইকে সুরক্ষা দেয়ার স্বার্থে। আমি মনে করি দেশ ও দেশের মানুষের বাঁচার প্রয়োজনে এটা সময়ের দাবি।